রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

জাবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা; থাকছে না মুক্তিযোদ্ধা নাতি-নাতনী কোটা

রিপোর্টারের নাম / ৩৩ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, জাবি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে বিভিন্ন ইউনিটের পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অনলাইন আবেদন ১ জানুয়ারি থেকে শুরু হয়ে আবেদন চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যলয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এবার জাবিতে ভর্তি ক্ষেত্রে থাকছে না মুক্তিযোদ্ধা নাতি–নাতনী কোটা। এ ছাড়াও দ্রুতই অন্যান্য কোটার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হলে আমরা আবার বসব। ইউনিটভিত্তিক কত আবেদন পড়েছে, তার ওপর ভিত্তি করে চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করা হবে।

পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এবার সব মিলিয়ে ১০টি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রত্যেক অনুষদ ও ইনস্টিটিউট আলাদা আলাদা ইউনিটে পরীক্ষা নেওয়া হবে।

গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত বিষয় গুলো হলো: গণিত, স্ট্যাটিস্টিকস অ্যান্ড ডাটা সায়েন্স, রসায়ন, পদার্থবিজ্ঞান, ভূতাত্ত্বিক বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পরিবেশ বিজ্ঞান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।

সমাজবিজ্ঞান অনুষদের জন্য ‘বি’ ইউনিটে অন্তর্ভুক্ত বিষয়গুলো গুলো হলো: অর্থনীতি, ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা, লোক প্রশাসন।

‘সি’ ইউনিটে থাকছে কলা ও মানবিকী অনুষদ। এই অনুষদের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো: বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, প্রত্নতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ। এ ছাড়া নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকরা বিভাগে আলাদা ভাবে পরীক্ষা নেওয়া হবে।

জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা ‘ডি’ ইউনিটে গ্রহণ করা হবে। এই ইউনিটের অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো: উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, পাবলিক হেলথ্ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ।

‘ই’ ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা নেওয়া হবে। এই অনুষদের অন্তর্ভুক্ত বিষয় গুলো হলো: ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ।

ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ‘এইচ’ ইউনিটে ভর্তি পরীক্ষা নিবেন। আইন অনুষদ ‘এফ’ ইউনিটে ভর্তি পরীক্ষা নিবেন। আইন ও বিচার বিভাগ এই অনুষদের একমাত্র বিষয়।

তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটেরটের জন্য আলাদা ভাবে ‘আই’ ইউনিটে (আই ইউনিট) পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ-জেইউ) ভর্তির জন্য আলাদাভাবে ‘জি’ ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর