উলিপুরে মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা
মানু:
কুড়িগ্রামের উলিপুরে ‘খামারি’ মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের (জনকরাজ) প্রদর্শনী ও পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এ.ডব্লিউ.ডি প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) বিকেলে মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে বামনেরহাট মধুপুর ব্লকে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোশাররফ হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আফরোজা পারভীন রিফার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো. আসাদুজ্জামান, এ.কে. এম মুবিনঞ্জামান চৌধুরী। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোছা. খালেদা খাতুন প্রমুখ।##