শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে অভিনন্দন
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপজেলা পর্যায়ে মাধ্যমিক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন শেরপুরের শ্রীবরদীর মাটিফাটা গণি মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান দুলাল। মাটিফাটা জিএম উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সোমবার (২০ মে) বিকালে আইসিটি হল রোমে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ আনুষ্ঠানিকভাবে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আনোয়ার হোসেন।
নতুন কারিকুলামের মাস্টার ট্রেইনার ও জেলা আইসিটি এম্বাসেডর নুর আলম সিদ্দিকের সঞ্চালনায় সম্মানীত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, তাতীহাটি আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল। অন্যানের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর আলম, সহকারী শিক্ষক আশরাফুল আলম, গোলাম মোস্তফা, ইসমাইল হোসেন, আছমত আলী প্রমুখ।