ডাচ-বাংলা ব্যাংকের দুই কর্মচারীকে অপহরণ, ২৮ লাখ টাকা ছিনতাই
সংবাদদাতা, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্টের দুই কর্মচারীর কাছ ২৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। ঘটনার সময় ওই দুই কর্মচারীকে অপহরণ করা হলেও পরে তাদের রাস্তার পাশে ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজের সামনে থেকে ওই দুই কর্মচারীকে টাকার ব্যাগসহ একটি সাদা মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
উদ্ধার হওয়া ডাচ-বাংলা ব্যাংকের এজেন্টের দুই কর্মচারী হলেন, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মামুন হোসেন (২৩) ও মাটিকোড়া গ্রামের মেরাজ হোসেন (৩৫)।
উল্লাপাড়া ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট মীর বাবু বলেন, একটি ব্যাগে ২৮ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে কর্মচারী মেরাজ ও মামুন উল্লাপাড়া আউটলেট থেকে লাহিড়ী মোহনপুর আউটলেটে টাকা দিতে যাচ্ছিলেন। সরকারি আকবর আলী কলেজের পাশের রাস্তায় ছিনতাইকারীরা একটি মাইক্রোবাস নিয়ে তাদের গতিরোধ করেন। ৫ থেকে ৬ জন ছিনতাইকারী দুই কর্মচারীর মুখ চেপে ধরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। মোটরসাইকেলটি ঘটনাস্থলেই পড়ে ছিল।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নিয়ামুল হক জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান শুরু করা হয়। ছিনতাইকারীরা ব্যাংকের দুই কর্মচারীকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার নিয়ামতপুর এলাকায় ফেলে রেখে যায়। পরে তাদের সেখান থেকে উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়।
উল্লাপাড়া থানার ওসি রাকিবুল হাসান আজ শুক্রবার দুপুরে বলেন, ছিনতাই হওয়া টাকা এখনো উদ্ধার হয়নি।
বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। দুই কর্মচারী সুস্থ আছে, তাদের ব্যাংকের এজেন্টের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে প্রস্তুতি চলছে।









Chief Editor-Dipali Rani Roy