সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন

রাজারহাটে বাপ্পি অজয় ও সূবর্ণাকে প্রেসক্লাব রাজারহাটের অভিনন্দন

রিপোর্টারের নাম / ১৮২ টাইম ভিউ
Update : বুধবার, ২২ মে, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি পূনরায় বিপুল ভোটে জয় লাভ করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন । ভাইস চেয়ারম্যান পদে অজয় কুমার সরকারও বিপুল ভোটে নির্বাচিত হয়। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ফারজানা আক্তার সূবর্ণা নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিতদের প্রেসক্লাব রাজারহাটের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সভাপতি এসএ বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ সদস্যবৃন্দ।

নেতৃবৃন্দ নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের চলারপথকে সুগম করার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন।

মঙ্গলবার (২১মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে কুড়িগ্রামের রাজারহাটে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। এর পর শুরু হয় ভোট গণণা। সন্ধ্যার পর থেকে বিভিন্ন কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে। রাত সাড়ে ১০টায় পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হয়।

এবারে রাজারহাট উপজেলা নির্বাচনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এর মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ৪জন, ভাইস চেয়ারম্যান ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪জন ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর