শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

রিপোর্টারের নাম / ১৪ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, সিলেট:

ভারতীয় খাসিয়ার গুলিতে মো. মারুফ মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের জৈন্তাপুর সীমান্তে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ভারতের বাগান থেকে সুপারি আনতে গিয়ে খাঁসিয়ার গুলিতে গুরুত্বর আহত হন তিনি। আহত অবস্থায় দেশে নিয়ে আসার পর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভারতের ভেতরের বাগান থেকে সুপারি আনতে গিয়ে ভারতীয় খাঁসিয়ার গুলিতে গুরুত্বর আহত হন মারুফ। গুলিবিদ্ধ অবস্থায় দ্রুত বাংলাদেশে ফিরে এলে এপারে তার মৃত্যু হয়। তিনি জৈন্তাপুর উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের সাহাব উদ্দিন ওরফে তালু সুলাইল সাহাব উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়- সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস থেকে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারি বাগান এলাকায় কয়েকজন প্রবেশ করে। তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হলে এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক তার একনলা গাঁদা বন্দুক দিয়ে ১ (এক) রাউন্ড গুলি করে। এ সময় মারুফ গুলিবিদ্ধ হন।

সঙ্গে থাকা অন্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, গোয়েন্দা সূত্রে গুলির ঘটনা জানার সঙ্গে সঙ্গে বিজিবি টহল টিম ঘটনাস্থলে পৌঁছায় ও বিজিবি মিনাটিলা বিওপি বিএসএফ রংটিলা বিওপিকে ডেকে প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে গুলি চালানো ভারতীয় নাগরিককে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।

জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর