শিরোনাম
বই উৎসব

বিপুল চন্দ্র রায়
নতুন বর্ষে নতুন দিনে
নতুন বই উৎসবে মাতি।
নতুন বই হাতে পেয়ে
আনন্দ উল্লাসে নাচি।
নতুন বইয়ের নতুন মলাট
নতুন ছড়া-কবিতা-ছন্দ,
নতুন বইয়ের গন্ধ,আহ!
মনে কী আনন্দ?
আমাদের জীবনে বই পরমবন্ধু,
তাই লেখাপড়ায় দিব মন।
বই পড়ে মানুষ হয়ে
দেশ গড়তে রাখব অবদান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর