সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় ৪ বর্ডার গার্ড সদস্য আহত উলিপুরে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কুড়িগ্রামে নৈশ প্রহরি হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ থাইল্যান্ডের কাছে হারলো মেয়েরা বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি জানালো তারেক রহমান সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি অল্প কয়েক মাসেই দেখা যাবে সংঘাতের জন্য মুখিয়ে সবাই ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে ২ কি.মি. এলাকাজুড়ে গাছের চারা লাগালেন স্থানীয়রা শ্রীবরদীতে জামায়াতে ইসলামী’র ফ্রী মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা

সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি

প্রকাশের সময়: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

Spread the love

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিয়েছে রমনা থানা পুলিশ। আদালতের নির্দেশে শনিবার (২৫ অক্টোবর) ইমিগ্রেশন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে ঢাকা মহানগর পুলিশের রমনা থানা।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক জানিয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলাটি বর্তমানে গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। তাই আসামিদের বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা রোধে বিমানবন্দরসহ দেশের সব স্থলবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

তিনি বলেন, “মামলার তদন্ত এখন খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে। এজন্য আমরা নিশ্চিত করছি, কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারেন। তাদের নাম ও বিস্তারিত তথ্য ইমিগ্রেশন দপ্তরে পাঠানো হয়েছে।”-খবর তোলপাড়।

এর আগে সোমবার (২০ অক্টোবর) আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা দায়েরের পরপরই পুলিশ আসামিদের গতিবিধি নজরদারিতে রাখে। মামলার বাদী সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম তাঁর বোন নীলা চৌধুরীর পক্ষে মামলা দায়ের করেন। এতে সালমানের স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ওসি গোলাম ফারুক আরও জানান, আসামিদের অবস্থান শনাক্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিংসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আসামিদের মধ্যে কয়েকজন হয়তো দেশের বাইরে থাকতে পারেন, তবে দেশে যারা আছেন তাদের শনাক্তে আমরা কাজ করছি।”

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। শুরুতে এটি অপমৃত্যু মামলা হিসেবে তদন্ত হলেও পরে পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়। প্রায় তিন দশক ধরে নানা সংস্থা মামলাটি তদন্ত করেছে।

সিআইডি, র‌্যাব ও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ধারাবাহিকভাবে মামলাটির তদন্ত করে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পিবিআই জানায়, এটি আত্মহত্যার ঘটনা। তবে সালমানের মা নীলা চৌধুরী সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করে নতুন করে তদন্তের দাবি জানান।

দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে চলতি অক্টোবর মাসে আদালত নতুন করে হত্যা মামলা রুজুর নির্দেশ দেন এবং পুলিশকে তদন্তের নির্দেশ দেন। এখন মামলাটির প্রতিবেদন আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আদালতে দাখিলের আদেশ রয়েছে।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহ ছিলেন এক অদম্য জনপ্রিয় নায়ক। মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি দুই ডজনেরও বেশি হিট সিনেমা উপহার দেন। মৃত্যুর ২৯ বছর পরও তাঁর মৃত্যু নিয়ে রহস্য ও বিতর্ক এখনো থামেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর