বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে ফ্রিজের পঁচা-বাসী মাংস বিক্রি করার সময় হাতে নাতে আটক কসাই, ৩ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু চোরদের আটক করে আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি ! রাজারহাটে ২ শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও কিটনাশক বিতরণ গাজায় যুদ্ধবিরতি: কারাবন্দি ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিলো ইসরায়েল কুড়িগ্রামে ইউনিয়ন বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল দ্বিতীয় বিয়ে করবে মালাইকা সরাসরি বিশ্বকাপ খেলতে বাংলাদেশের হাতে আছে আরো ২৪ ম্যাচ বিশ্ব মান দিবসে সচেতনতা বৃদ্ধির আহ্বান হয়রানি রোধে ১৫ অক্টোবর থেকে অনলাইনে জামিননামা
শারদীয় শুভেচ্ছা:
দেশ-বিদেশের সকল ধর্মাবল্মীদেরকে শরতের শারদীয় শুভেচ্ছা।- প্রধান সম্পাদিকা দিপালী রানী রায়। সকল গ্লানি মুছে যাক, জাগ্রত হোক বিবেক, পাঠক ও শুভাকাঙ্খীসহ দেশ-বিদেশের সকলকে শরতের শারদীয় শুভেচ্ছা- প্রকাশক ও সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত।

নতুন রূপে আসছে ‘বাহুবলী’, যুক্ত হলো অদেখা দৃশ্য

রিপোর্টারের নাম / ৮ টাইম ভিউ
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

Spread the love

জনপ্রিয় ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ‘বাহুবলী’ আবার ফিরছে বড় পর্দায়—তবে এবার নতুন গল্প নয়, পুরোনোর মধ্যেই নতুন চমক। পরিচালক এস. এস. রাজামৌলি তাঁর দুই ব্লকবাস্টার—‘বাহুবলী: দ্য বিগিনিং’ (২০১৫) ও ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (২০১৭)—কে একত্রিত করে আনছেন নতুন রূপে। নাম ঠিক না হলেও, ভক্তদের মুখে ইতোমধ্যেই এটি পরিচিত হয়ে উঠেছে ‘বাহুবলী থ্রি’ হিসেবে।

চলচ্চিত্রটির প্রযোজক শোবু ইয়ারালাগাড্ডা জানিয়েছেন, ফ্র্যাঞ্চাইজির ১০ বছর পূর্তিকে ঘিরেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “দুই ছবির গল্প আমরা একসঙ্গে উপস্থাপন করছি। শুরুতে থাকবে প্রথম কিস্তির কাহিনি, বিরতির পর চলবে দ্বিতীয় পর্ব। মোট দৈর্ঘ্য হবে প্রায় তিন ঘণ্টা ৪৫ মিনিট।”-বিনোদন তোলপাড়।

তবে শুধু পুরোনো গল্প নয়—এই সংস্করণে যুক্ত হচ্ছে কিছু ‘অদেখা দৃশ্য’ও। নির্মাতা সূত্রে জানা গেছে, মূল শুটিংয়ে রাজামৌলি প্রায় ১১ ঘণ্টার ফুটেজ ধারণ করেছিলেন। এডিটিংয়ের সময় যার বড় অংশ বাদ যায়। নতুন সংস্করণে সেই অংশের কিছু সংযোজন করা হচ্ছে। ফলে দর্শক এবার দেখতে পাবেন আগের দুই ছবির মধ্যেকার সংযোগ ও অতিরিক্ত কিছু চরিত্রের বিকাশও।

যদিও ভক্তরা একে ‘বাহুবলী থ্রি’ ভাবছেন, প্রযোজক শোবু স্পষ্ট করে জানিয়েছেন, “এটা নতুন তৃতীয় পর্ব নয়। বরং এটি আমাদের যাত্রার একটি নতুন সূচনা। ভবিষ্যতে ‘বাহুবলী ইউনিভার্স’-এ আরও গল্প বলা হতে পারে।”

মুক্তির আগে নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে আগের দুই পর্ব। উদ্দেশ্য একটাই—দর্শক যেন আবার হলে গিয়ে এই মহাকাব্যিক যুদ্ধ, ভালোবাসা আর প্রতিশোধের গল্পটিকে বড় পর্দায় উপভোগ করেন।

‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তির সময়ই রেকর্ড গড়ে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করে। আর সিক্যুয়েল ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ বিশ্বজুড়ে আয় করেছিল প্রায় ১,৮০০ কোটি রুপি। দুই ছবিতে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগগুবাতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, রম্যা কৃষ্ণন, সত্যরাজ ও নাসির।

রাজামৌলির এই নতুন উপস্থাপনাটি আগামী ৩১ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নির্মাতারা আশা করছেন, এবারও ‘বাহুবলী’ দর্শকের মনে জাগাবে একই রকম রোমাঞ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর