সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় ৪ বর্ডার গার্ড সদস্য আহত উলিপুরে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কুড়িগ্রামে নৈশ প্রহরি হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ থাইল্যান্ডের কাছে হারলো মেয়েরা বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি জানালো তারেক রহমান সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি অল্প কয়েক মাসেই দেখা যাবে সংঘাতের জন্য মুখিয়ে সবাই ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে ২ কি.মি. এলাকাজুড়ে গাছের চারা লাগালেন স্থানীয়রা শ্রীবরদীতে জামায়াতে ইসলামী’র ফ্রী মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা

‘ডেভিল ওয়্যারস প্রাডা’তে যোগ দিচ্ছে গাগা

প্রকাশের সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

Spread the love

আবারও আলোচনায় উঠেছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’। ২০০৬ সালে মুক্তি পাওয়া এই ফ্যাশন জগতকেন্দ্রিক সিনেমাটি দর্শক ও সমালোচকদের হৃদয় জয় করেছিল অভিনয়, সংলাপ ও আভিজাত্যে।

এবার সেই জনপ্রিয় ছবির সিকুয়েলে যুক্ত হচ্ছেন হলিউডের পপ আইকন লেডি গাগা। ভ্যারাইটি পত্রিকার খবর অনুযায়ী, গাগা ডিজনির এই নতুন সিকুয়েলে অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি ছবির শুটিং লোকেশন থেকে তাঁর কিছু ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়। পরে সূত্র নিশ্চিত করেছে, তিনি সত্যিই ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। -বিনোদন তোলপাড়।

তবে নির্মাতারা তাঁর চরিত্রের বিস্তারিত এখনই প্রকাশ করতে চাইছেন না। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এ আগের মতোই ফিরছেন মূল কাস্টের তারকারা-মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট ও স্ট্যানলি টুচি। এই চারজনের উপস্থিতিতেই গড়ে উঠেছিল প্রথম ছবির জাদু। সিকুয়েলেও তারা একসঙ্গে পর্দায় আসছেন, যা সিনেমাপ্রেমীদের জন্য নিঃসন্দেহে দারুণ খবর। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১ মে। এর শুটিং শুরু হয়েছে চলতি বছরের জুনে।

২০০৬ সালের ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ নির্মিত হয়েছিল লরেন ওয়েইসবর্গার-এর একই নামের উপন্যাস অবলম্বনে। সিনেমাটির পরিচালক ছিলেন ডেভিড ফ্রাঙ্কেল, যিনি এবারও সিকুয়েলটি পরিচালনা করছেন। প্রথম ছবিতে দেখা গিয়েছিল তরুণ সাংবাদিক অ্যান্ডি স্যাকস (অ্যান হ্যাথাওয়ে)-কে, যিনি প্রভাবশালী ফ্যাশন ম্যাগাজিন ‘রানওয়ে’-তে চাকরি পান এবং নির্মম সম্পাদক মিরান্ডা প্রিস্টলি (মেরিল স্ট্রিপ)-এর সহকারী হিসেবে কাজ করতে গিয়ে নিজের আত্মপরিচয় ও সাহস খুঁজে পান। ফ্যাশনের চাকচিক্য, প্রতিযোগিতা, উচ্চাকাঙ্ক্ষা আর ব্যক্তিগত জীবনের ভারসাম্য-সবকিছুর নিখুঁত মেলবন্ধন ঘটেছিল সেই ছবিতে।

‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’ একদিকে যেমন নারীর পেশাগত সংগ্রামের প্রতীক, অন্যদিকে করপোরেট জগতের অন্তর্লোকও উন্মোচন করেছিল। সিকুয়েলটিতে আগের চরিত্রগুলোর পাশাপাশি থাকছেন আরও কিছু তারকা-কেনেথ ব্রানা, লুসি লিউ, জাস্টিন থেরো, বি. জে. নভাক, পলিন শালামেট এবং সিমোন অ্যাশলি। ফলে নতুন প্রজন্মের দর্শকরাও এই সিকুয়েল নিয়ে বেশ উচ্ছ্বসিত। ছবিটি প্রযোজনা করছেন ওয়েন্ডি ফিনারম্যান ও ক্যারেন রোজেনফেল্ট, আর চিত্রনাট্য লিখেছেন প্রথম পর্বের লেখক অ্যালিন ব্রশ ম্যাককেনা।

সবশেষে, লেডি গাগার যুক্ত হওয়ায় ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ নিয়ে প্রত্যাশা আরও বেড়ে গেছে। ফ্যাশনের রঙিন দুনিয়ায় তাঁর উপস্থিতি নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন হলিউড বিশ্লেষকরা। এখন অপেক্ষা শুধু বড় পর্দায় সেই জাদু দেখার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর