বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বাচন কমিশনের নিবন্ধন পেল এনসিপিসহ ৩ রাজনৈতিক দল নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ আমি এসেছি নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থী আপন দুই সহোদরকে নিয়ে আলোচনার ঝড় দুপুর হলেই ছুটি দিয়ে চলে যান রাজারভিটা ফাজিল ও আলিম মাদ্রাসার শিক্ষকরা ! “তিস্তা নদীর ভাঙন স্থায়ী বাধ ছাড়া সম্ভব নয়” -রাজারহাটে কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ রাজারহাটে তারুণ্যের উৎসবে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কু‌ড়িগ্রা‌মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের পদত্যাগ

দ্রুতই পাকিস্তান-আফগানিস্তান সংঘাত সমাধান করতে পারব জানালো ট্রাম্প

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

Spread the love

এশিয়ান শীর্ষ সম্মেলনের পাশাপাশি কুয়ালালামপুরে থাইল্যান্ড-কম্বোডিয়ার শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যবর্তী সংঘাত ‘দ্রুত সমাধান’ করতে পারব।”

বার্তা সংস্থা জিও নিউজ এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।-খবর তোলপাড়।

এসময় ট্রাম্প প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মহান ব্যক্তিত্ব’ বলে প্রশংসা করেছেন।

তথ্য অনুযায়, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত পারাপার ১১ অক্টোবর থেকে বন্ধ রয়েছে। এবারের সংঘর্ষে দুই পক্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে, যা ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর সবচেয়ে মারাত্মক সংঘাত।

ইসলামাবাদ কাবুলের কাছে দাবি জানিয়েছে, আফগানিস্তানে লুকিয়ে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করুক, যারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালায়। গত সপ্তাহান্তে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় আলোচনায় যুদ্ধবিরতি হয়েছে এবং তা এখনো কার্যকর রয়েছে।

সূত্র জানিয়েছে, ইস্তাম্বুলে দ্বিতীয় ধাপের আলোচনায় পাকিস্তান আফগান তালেবানকে একটি বিস্তারিত সন্ত্রাসবিরোধী পরিকল্পনা হস্তান্তর করেছে।

পাকিস্তান ও আফগানিস্তানের সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি দুই পক্ষকে শান্তিতে পৌঁছাতে সাহায্য করতে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমরা মাসে একটার হারে এগোচ্ছি। মাত্র একটি বাকি আছে, যদিও শুনেছি পাকিস্তান ও আফগানিস্তান আবার শুরু করেছে। কিন্তু আমি সেটা খুব দ্রুত সমাধান করব। আমি তাদের দুজনকেই চিনি। ফিল্ড মার্শাল এবং প্রধানমন্ত্রী মহান ব্যক্তিত্ব, এবং আমার কোনো সন্দেহ নেই যে আমরা সেটা দ্রুত সম্পন্ন করব।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তিনি শান্তি নির্মাণকে অগ্রাধিকার দেন। ‘যদি আমি সময় নিয়ে লক্ষ লক্ষ জীবন বাঁচাতে পারি, তাহলে সেটা সত্যিই একটা মহান কাজ,’ তিনি মন্তব্য করেন। তিনি যোগ করেন, অন্যান্য প্রেসিডেন্টদের বিপরীতে তিনি যুদ্ধ শুরু করেন না, বরং শেষ করার ওপর জোর দেন।

‘আমি কোনো প্রেসিডেন্টের কথা মনে করতে পারি না যিনি কোনো যুদ্ধ সমাধান করেছেন। তারা যুদ্ধ শুরু করে। সমাধান করে না,’ তিনি যোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর