ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

রতি কান্ত রায়:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী কন্যার উন্নয়ন ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। নারী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর হতে নারী দিবসের র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন।
আরও বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, সাবেক উপজেলা কমান্ডার মজিবর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, উদয়াঙ্কুর সেবা সংস্থা ফুলবাড়ী শাখার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম।
আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সিএস মহিউদ্দিন আহমে