শিরোনাম
আমি ভালো নেই
নুর ই আল সাহাত চৌধুরী
আমি নেই ভালো রাতের আঁধারে কেঁদেছি অনেক
তুমি বলো নি কথা নেও নি আজ খোঁজ,
সারারাতে অপেক্ষা ছিলাম
তুমি মেসেজ দিবে বলে তুমি দেও নি ।
বুকের ভেতর হইছে শুরু ব্যাথা
আমি আজ নেই ভালো।
শিশির ভেজা সকালে দেখি তুমি অনলাইন এ
তাও একটি বারের জন্য নেও নি খোঁজ
কেমন আছি আজ আমি,
আমি ভালো নেই আজ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর








ঢাকা অফিস:
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফার্মগেট ঢাকা-১২১৫ ।