শ্রীবরদীতে চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরোম সোমেশ্বরীতে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। আইন শৃঙ্খলার সার্বিক দিক নিয়ে আলোচনা করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ। অন্যানের মাঝে বক্তব্য রাখেন জেলা জামায়াতের জেনারেল সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া, আইন শৃঙ্খলার মাসিক সভা, উপজেলা পরিষদের মাসিক সভা ও আসন্ন ইদুল ফিতর, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুতিমুলক আলোচনা করা হয়।