শিরোনাম
শুভেচ্ছা বার্তা:
স্বাধীন মুক্ত পাখি

বিপুল চন্দ্র রায়
বন্ধুরা সব কৈই,
আয় তোরা আয়।
চল দেখতে যাই,
পূর্ব পাড়ার মাঠে।
তখন দেখেছি গাছে,
পাখির বাসা আছে।
পাখি ধরবো মোরা,
পুষবো খাঁচায় ভরে।
বাবুই হেসে বলে,
ফুল ফুটেছে গাছে।
মাতে পাখি গানে,
সৃষ্টি সুখের বানে।
মুক্ত স্বাধীন ওরা,
মুক্ত ভাবে বাঁচে।
পাখিরা সব জানে,
মুক্ত আকাশে উড়ে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর