সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ডাম্বুলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদনে একমত রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে শাস্তি দিতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০টি দেশ রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে জুলাই বিপ্লব: সারা বাংলাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন ঢাকা পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, ফেল ৩ বিষয়ে একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা রাজারহাট সাংবাদিকের পিতার পরলোকগমন নড়াইলের ঐতিহ্যবাহী হিন্দু জমিদার কালিশঙ্কর রায়ের বাড়ি আজ তার কিছুই নেই কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

চিকিৎসা গবেষণায় কুড়িগ্রামের তরুণ মেডিকেল ল্যাব সায়েন্টিস্ট সামিউল বাশির

রিপোর্টারের নাম / ৮৯ টাইম ভিউ
Update : সোমবার, ২ জুন, ২০২৫

ইউসুফ আলমগীর:

চিকিৎসা গবেষণায় কুড়িগ্রামের তরুণ গবেষক সামিউল বাশির তাঁর মেধা, নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে একটি পরিচিত নাম হয়ে উঠেছেন।

মেডিকেল ল্যাবরেটরিতে ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা অর্জনকারী এই গবেষক এ পর্যন্ত ১৮ টি আন্তর্জাতিক গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করেছেন এবং প্রতিটি গবেষণাপত্রই গুগল স্কলার ইনডেক্সড। তাঁর গবেষণার মূল বিষয়গুলো হল: “Risk Factors of Diabetes Mellitus and Antidiabetic Medicinal Plants”, “Telemedicine’s Crucial Role during COVID-19”, “Animal Ectoparasites and Their Impact on Human Health”, “Feature Change of Dengue”, “Risk Factors and Novel Biomarkers of Breast Cancer and Hepatocellular Carcinoma with Correlation to NCDs”, “Diagnostic Tools for Non-Suspected Tuberculosis”, “HLA-B27 and Its Association with Spondyloarthritis”, “Biomarkers of Thalassemia and Sickle Cell Disease” ইত্যাদি। বর্তমানে তিনি কুড়িগ্রাম ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে শিক্ষকতা করছেন।

কুড়িগ্রাম ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, “সামিউল বাশির শুধু একজন মেধাবী শিক্ষক নন, তিনি একজন নিষ্ঠাবান গবেষকও বটে—কুড়িগ্রাম এইচটি তাঁর জন্য গর্বিত ।”

ঢাকা এইচটির সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওমর আলী সরকার বলেন, “আমি যখন ঢাকা এইচটির অধ্যক্ষ ছিলাম, তখন বাশির আমার অধীনে বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন সম্পন্ন করেছে। তখন থেকেই গবেষণার প্রতি তাঁর গভীর আগ্রহ লক্ষ্য করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাশির একদিন বিশ্বমানের গবেষক হিসেবে পরিচিতি পাবে।”

কুড়িগ্রামের সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং নওগাঁর সাবেক সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, “বাশির আমার অধীনে প্রায় ১৫ বছর কাজ করেছে। দীর্ঘ কর্মজীবনে সে ছিল অন্যতম সেরা, দক্ষ এবং গবেষণামুখী সহকর্মী।”

তাঁর স্ত্রী আফরোজা খাতুন বলেন, “সব সময় সে গবেষণার জগতে ডুবে থাকে—ল্যাব, ল্যাপটপ, বই আর মেডিকেল জার্নালই তার জগৎ। সারা জীবনের উপার্জিত সব অর্থ সে গবেষণার পেছনেই ব্যয় করেছে।”

সামিউল বাশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ঢাকা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে বিএসসি ইন ল্যাবরেটরি মেডিসিন সম্পন্ন করেন এবং পরবর্তীতে UKAP থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন বায়োমেডিকেল সায়েন্স ডিগ্রী অর্জন করেন। তিনি American Society of Clinical Pathology (ASCP) থেকে International Medical Scientist এবং International Commission on Healthcare Professionals (ICHP) থেকে Clinical Laboratory Scientist হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। তাঁর গবেষণার স্বীকৃতি স্বরূপ তাঁকে International Conference on Immunology, European Congress on Microbiology এবং 7th European Congress on Applied Microbiology সহ বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে আমন্ত্রণ জানানো হয়েছে।

চিকিৎসাবিজ্ঞানে তাঁর অভিজ্ঞতা, গবেষণামূলক প্রকাশনা এবং প্রযুক্তিগত দক্ষতা তাঁকে অনন্য সম্পদে পরিণত করেছে। সামিউল বাশির আন্তর্জাতিক গবেষণা ও বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়নে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ খুঁজছেন। তাঁর বিশ্বাস, সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ পেলে তিনি শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন। ভবিষ্যতে তাঁর লক্ষ্য হলো—গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে একটি সহজলভ্য ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর