শিরোনাম
শুভেচ্ছা বার্তা:
নয়া বধূ

বিপুল চন্দ্র রায়
নয়া বধূ এসেছে আমার ঘরে
সংসার আলোয় ঝলমল করে।
সকাল-সাঁঝে কাজেকর্মে
বধূ আমার আনন্দে হাসে।
আমার ঘরের বধূ সে
রান্না রেঁধেছ কদু।
হাতে আছে তার যাদু
খাবার হয় খুব সুস্বাদু।
বধূ যদি হয় লক্ষ্মী সে
ঘর আলোয় আলোকিত করবে।
সংসার সুখের গড়বে,
থাকবেনা দুঃখ কারো তরে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর