সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ডাম্বুলায় টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পরিবর্তন জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভার অনুমোদনে একমত রাজনৈতিক দলগুলো ইসরায়েলকে শাস্তি দিতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০টি দেশ রংপুরে হত্যা মামলায় বারের সাবেক সাধারণ সম্পাদক কারাগারে জুলাই বিপ্লব: সারা বাংলাদেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন ঢাকা পরীক্ষা দিয়েছে এক বিষয়ে, ফেল ৩ বিষয়ে একাদশে ভর্তি: যুক্ত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ কোটা, বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা রাজারহাট সাংবাদিকের পিতার পরলোকগমন নড়াইলের ঐতিহ্যবাহী হিন্দু জমিদার কালিশঙ্কর রায়ের বাড়ি আজ তার কিছুই নেই কুড়িগ্রামে সেনা অভিযানে ১ মণ গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

রংপুরে প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ

রিপোর্টারের নাম / ৬৬ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

পিআইডি, রংপুর:

রংপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘Recovery And Advancement of Informal Sector Employment : Reintegration of Returning Migrants Project’ শীর্ষক প্রকল্পের আওতায় রংপুর প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩রা জুলাই) সকালে জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর প্রবাসীদের প্রেরিত অর্থে দেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। দেশ পুনর্গঠনে প্রবাসীদের এই অবদানের জন্য জাতি তাঁদের কাছে কৃতজ্ঞ। তিনি প্রবাসীর সন্তানদের উদ্দেশে বলেন, তোমাদের সুন্দর ভবিষ্যতের জন্য মা-বাবারা অক্লান্ত পরিশ্রম করেন। তোমরা যদি নিজেদের প্রতিষ্ঠিত করতে পারো তবেই তাঁদের কষ্ট সার্থক হবে।

সভাপতির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, অনেক প্রবাসী তাদেঁর পরিবারকে ভালো রাখাতে প্রবাসজীবনে কষ্ট করছেন। প্রত্যেক মা-বাবারই সন্তানদের নিয়ে স্বপ্ন থাকে। প্রবাসীরাও সন্তানদের নিয়ে যে স্বপ্ন দেখেন তা বাস্তবায়নের দায়িত্ব তাঁদের সন্তানদেরই।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চেক বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কর্মীর ২০ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি ও ১০ জন প্রতিবন্ধীকে মোট সাত লাখ ১৫ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর