কুড়িগ্রাম সরকারি কলেজে নার্সিং পেশায় যোগদানে উদ্বুদ্ধ করুন বিষয়ক সেমিনার


সংবাদদাতা, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম সরকারি কলেজ অডিটোরিয়ামে ASSET প্রকল্পের আওতায় শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন পেশার মানুষকে নার্সিং সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান এবং ভর্তি বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১১সেপ্টেম্বর) উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর্জা মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আতাউল হক খান চৌধুরী। সভাপতিত্ব করেন কুড়িগ্রাম নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ, নার্সিং ইনস্টিটিউটের নিহার বানু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নার্সিং ইনস্ট্রাক্টর জহির রায়হান, হুমায়রা খাতুন ও পেয়ারা খাতুন।
এছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করে কুড়িগ্রাম নার্সিং ইনস্টিটিউট এবং সার্বিক সহযোগিতা প্রদান করে কুড়িগ্রাম সরকারি কলেজ।