সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

মেক্সিকোতে ভয়াবহ বন্যা, নিহত হয়েছে ২৮

প্রকাশের সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

মেক্সিকোতে টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। বন্যায় দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার (১০ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে তারা।-খবর তোলপাড়।

দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানায়, মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে ৩১টিতেই ভারি বৃষ্টিপাত হয়েছে। এতে নদীগুলোর কূল উপচে পড়েছে, বহু গ্রাম প্লাবিত হয়েছে এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা ঘটেছে। সড়ক ও সেতু ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যাঞ্চলের হিদালগো রাজ্য, যেখানে অন্তত ১৬ জন মারা গেছেন। এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৯০টি এলাকার সঙ্গে উদ্ধারকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশের পুয়েবলা রাজ্যে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, এখনো নিখোঁজ অনেকে রয়েছেন; ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেবল এই রাজ্যেই প্রায় ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ভেরাক্রুজ রাজ্যে দুইজন এবং কেরেতারো রাজ্যে একজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।

রাষ্ট্রপতি ক্লাউদিয়া শেইনবাম স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক্সে (পূর্বে টুইটার) এক পোস্টে জানান, জনগণকে সহায়তা দিতে, সড়কগুলো পুনরায় চালু করতে এবং বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনতে কাজ চলছে। তিনি আরও জানান, উদ্ধার অভিযানে সেনাবাহিনীর হাজারো সদস্য, নৌকা, বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

জাতীয় সিভিল ডিফেন্স সমন্বয়ক লাউরা ভেলাজকেজ বলেন, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে ভূমিধস, নদীর পানি উপচে পড়া এবং সড়ক ধসে পড়ার ঘটনা ঘটেছে। সেনাবাহিনী উদ্ধার সরঞ্জাম, যানবাহন ও ত্রাণ বিতরণে সহায়তা করছে। বাস্তুচ্যুতদের জন্য আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।

প্রধান বিপর্যয়টি ঘটেছে সিয়েরা মাদ্রে ওরিয়েন্তাল পর্বতমালায়, যা মেক্সিকো উপসাগরের সমান্তরালে বিস্তৃত। চলতি বছর (২০২৫) দেশটিতে অস্বাভাবিকভাবে ভারি বৃষ্টিপাত হচ্ছে। রাজধানী মেক্সিকো সিটিতেও বৃষ্টিপাতের নতুন রেকর্ড হয়েছে।

আবহাওয়াবিদ ইসিদ্রো কানো জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণের কারণ হলো মৌসুমি পরিবর্তন ও উষ্ণ, আর্দ্র বাতাসের কারণে ঘন মেঘ সৃষ্টি। এই বায়ু মেক্সিকো উপসাগর থেকে উঠে পর্বতের ঢালে গিয়ে সংঘর্ষ ঘটাচ্ছে, ফলে ভারি বর্ষণ হচ্ছে।

এদিকে মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, সপ্তাহের শেষে রেমন্ড ঝড় বাহা ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে। তবে রবিবারের মধ্যে এটি দুর্বল হয়ে ট্রপিক্যাল ডিপ্রেশনে পরিণত হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর