স্বর্ণার ঘূর্ণিতে ২০২ রানে থামল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেক্স:
ইনিংসের প্রথম বলেই উইকেট এনে বাংলাদেশকে দারুণ সূচনা উপহার দেন মারুফা আক্তার। তবে শুরুর ধাক্কা সামলে চামারি আতাপাত্তুর ব্যাটে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তাকে ফিফটির আগেই ফিরিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। কিন্তু হাসিনি পেরেরার ঝড়ো ব্যাটিংয়ে বড় রানের পথে এগোচ্ছিল লঙ্কানরা। শেষ পর্যন্ত স্বর্ণা আক্তারের দুর্দান্ত বোলিংয়ে শেষ ২৮ রানের মধ্যে ৬ উইকেট তুলে লঙ্কানদের ২০২ রানে থামিয়ে দেয় বাংলাদেশ।
সোমবার (২০ অক্টোবর) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ২০২ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। ১০ ওভারে ৪ মেডেনসহ ২৭ রান দিয়ে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার স্বর্ণা আক্তার।
ম্যাচের প্রথম বলেই ভিশমি গুনারত্নেকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মারুফা আক্তার। তবে দ্বিতীয় উইকেটে চামারি আতাপাত্তু ও হাসিনি পেরেরার ৭২ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লঙ্কানরা। এরপর মাত্র ২৮ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে তারা।
৪৩ বলে ৪৬ রান করা আতাপাত্তু রাবেয়ার বলে এলবিডব্লিউ হন। স্বর্ণার থ্রোয়ে রানআউট হন হার্সিতা সামারাবিক্রমা। নাহিদা আক্তারের বলে স্ট্যাম্পিং হয়ে ফেরেন কাভিশা দিলহারি।
পঞ্চম উইকেটে হাসিনি পেরেরা ও নিলাকশিকা দ্রুত ৭৪ রানের জুটি গড়ে বড় সংগ্রহের আশা জাগান। তবে স্বর্ণা আক্তারের দুর্দান্ত স্পেলে ৩২ ও ৩৪ তম ওভারে দুই ব্যাটারকেই ফেরান তিনি। এরপর ৩৬ তম ওভারে পেরেরাকেও বিদায় দেন এই লেগস্পিনার। ফলে ১৮২ রানে ৮ উইকেট হারিয়ে থমকে যায় লঙ্কান ব্যাটিং, শেষ পর্যন্ত অলআউট হয় ২০২ রানে।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন হাসিনি পেরেরা। নিলাকশিকা করেন ৩৮ বলে ৩৭ রান। বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার ৩ উইকেট, নাহিদা আক্তার ও মারুফা আক্তার নেন ২টি করে উইকেট।







