সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে চোরাকারবারিদের হামলায় ৪ বর্ডার গার্ড সদস্য আহত উলিপুরে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কুড়িগ্রামে নৈশ প্রহরি হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ থাইল্যান্ডের কাছে হারলো মেয়েরা বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি জানালো তারেক রহমান সালমান শাহ হত্যা মামলা: আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনে পুলিশের চিঠি অল্প কয়েক মাসেই দেখা যাবে সংঘাতের জন্য মুখিয়ে সবাই ব্রহ্মপুত্র নদের ভাঙন ঠেকাতে ২ কি.মি. এলাকাজুড়ে গাছের চারা লাগালেন স্থানীয়রা শ্রীবরদীতে জামায়াতে ইসলামী’র ফ্রী মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ ও ইন্টারেক্টিভ সেশন সভা

অলিম্পিয়াকোসের জালে বার্সার গোল উৎসব

প্রকাশের সময়: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

Spread the love

ক্লাসিকোর ঠিক পাঁচ দিন আগে যেন ছন্দ খুঁজে পেল বার্সেলোনা। গত মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে ৬-১ গোলের দাপুটে জয়ে একদিকে আত্মবিশ্বাস ফিরে পেল হানসি ফ্লিকের দল, অন্যদিকে নিজের নামটা নতুন করে আলোচনায় তুললেন ফেরমিন লোপেজ। হুয়েলভার এই তরুণ মিডফিল্ডার করলেন অসাধারণ হ্যাটট্রিক-আর তার সঙ্গেই ক্লাসিকোর পথে বার্সা যেন বার্তা ছুঁড়ে দিল প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে।-খবর তোলপাড়।

লুইস কম্পানিস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা যদিও বার্সার জন্য সহজ ছিল না। প্রথম মিনিটেই রক্ষণভাগের ঢিলেমিতে বিপদে পড়ে গিয়েছিল দল, কিন্তু গোলরক্ষক শেজনির চমৎকার সেভে রক্ষা পায় তারা। এরপরই শুরু হয় ফেরমিন-ঝড়। লামিন ইয়ামালের এক ব্যর্থ আক্রমণ থেকে ফিরতি বলে গোল করে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। সেখান থেকেই বদলে যায় ম্যাচের ধারা। মাঝমাঠে তার দৌড়ঝাঁপ, ট্যাকল, আর দ্রুত পাসে বার্সা ফিরে পায় হারানো তাল। বল দখলে অলিম্পিয়াকোস চাপ দিলেও সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়।

প্রথমার্ধের শেষদিকে পেদ্রির অসাধারণ রিকভারির পর তরুণ ফুটবলার ড্রো পাস দেন ফেরমিনকে, আর তিনি নিখুঁত ফিনিশিংয়ে ২-০ করেন স্কোরলাইন। দ্বিতীয়ার্ধে কিছুটা অনিশ্চয়তা ফিরেছিল। এরিক গার্সিয়ার ফাউল থেকে পেনাল্টি পেয়ে গোল শোধ করে অলিম্পিয়াকোস, যদিও রিপ্লেতে দেখা যায় অফসাইড পজিশনে ছিলেন কাবি। পরক্ষণেই বিতর্কিত লাল কার্ডে মাঠ ছাড়েন হেজে, আর সেখানেই ম্যাচের দিক পুরোপুরি ঘুরে যায় বার্সেলোনার পক্ষে। শেষ ৩০ মিনিটে বার্সা ছিল অপ্রতিরোধ্য। ইয়ামাল পেনাল্টি থেকে গোল করেন, দুইবার জালের দেখা পান র‍াশফোর্ড, আর নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন ফেরমিন-সবগুলোই বাঁ পায়ে। বলা চলে, তথাকথিত ‘দুর্বল পা’ দিয়েই বার্সাকে উড়িয়ে নিলেন তিনি।

এই জয়ের পর লা লিগার সবচেয়ে বড় ম্যাচের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে বার্সা শিবির। কোচ ফ্লিকের মুখেও দেখা গেছে স্বস্তির হাসি। ক্লাসিকোর আগে এটাই ছিল হয়তো সবচেয়ে দরকারি সংকেত-দলটি আবারও ‘সত্যিকারের বার্সেলোনা’-র ছন্দে ফিরছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর