শিরোনাম
মুক্তকেশী মহাকালী

বিপুল চন্দ্র রায়
পূজার প্রদীপ জ্বলে আঁধার হলো ক্ষয়,
শুভ্র আলোতে মাগো দূর করো সংশয়।
কালো রূপে অপরূপা মুণ্ড-মালিনী বেশে,
অশুভ বিনাশে তুমি হাতে ধরো খড়্গ।
কল্যাণী রূপে তুমি মাগো করো দুঃখ নাশ,
তোমার আগমনে মাগো পূর্ণ হোক জগৎ।
কালী রূপে তুমি, মুক্তকেশী মহাকালী,
তোমারই রূপে জগৎ মুগ্ধ, তুমি সর্ব-মঙ্গলী।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর






