উলিপুরে ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি

আব্দুল মালেক :
কুড়িগ্রামের উলিপুরে ঝড়ো হাওয়ায় আমন ধান ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। সে কারণে আধাপাকা, থোরধানসহ আমন ক্ষেত মাটিতে হেলে পড়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত ঝড়ো হাওয়ায় উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ব্যাপক আমন ক্ষেতের ফসল মাটিতে হেলে পড়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২৪ হাজার ৩৫০ হেক্টর জমিতে চলতি মৌসুমে আমনের চাষ করা হয়েছে। ঝড়ো হাওয়ায় প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৮ হেক্টর। বাস্তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি।
উলিপুর পৌরসভার রাজারাম ক্ষেত্রী এলাকার কৃষক সুভাষ চন্দ্র জানান, তার ২২ শতাংশ জমির আমন ক্ষেত ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে। হেলেপড়া ধান ক্ষেত নষ্ট হয়ে যাবে।
বজরা ইউনিয়নে দামারহাট এলাকার জোবাইদুল ইসলাম, আবুল হোসেনসহ অনেক কৃষক জানান, তাদের এক বিঘা করে জমির ফসল ঝড় হাওয়ায় পানিতে হেলে পড়েছে।
গুনাইগাছ ইউনিয়নের মহিদেব এলাকার ধান চাষী রফিকুল ইসলাম জনান, তিনি ১০ বিঘা জমাতে আমন ধান লাগিয়েছে ফলন মোটামুটি ভালো হয়ে গত তিনদিনের ঝড় হাওয়ায় আধাপাঁকা ও থোরধানসহ তিন বিঘা জমির ধান পানিতে হেলে পড়েছে। একে ব্যাপক ক্ষতি হবে বলেন জানান তিনি।
উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোশাররফ হোসেন বলেন, ঝড় হাওয়ায় আমন ক্ষেতের প্রাথমিক ক্ষতির পরিমান নির্ধারণ করা হয়েছে প্রায় ৮ হেক্টর। আমাদের উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কাজ করছে।







