শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

দীপিকার আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন জানালো কিয়ারা আদভানি

প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

মা হওয়ার পর কর্মজীবন ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। দীপিকা পাড়ুকোনের দিনে আট ঘণ্টা কাজের দাবিকে সমর্থন জানিয়ে কিয়ারা বলেন, অতিরিক্ত কাজের চাপ বা ‘বার্নআউট’ কোনো শিল্পেই কারও জন্য ইতিবাচক ফল বয়ে আনে না।

গত জুলাইয়ে স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে কন্যাসন্তান সারায়াহর মা হন কিয়ারা। মাতৃত্বের পর প্রথম সাক্ষাৎকারে তিনি কাজের সময়, মানসিক সুস্থতা ও নিজের জীবনদর্শন নিয়ে কথা বলেছেন।-বিনোদন তোলপাড়।

ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘বার্নআউট কোনো শিল্পেই কারও উপকারে আসে না।’ তাঁর মতে, মানসিক সুস্থতার ভিত্তি দাঁড়িয়ে আছে তিনটি বিষয়ের ওপর—মর্যাদা, ভারসাম্য ও সম্মান। ক্লান্তি আর মানসিক চাপ কাটানোর সবচেয়ে সহজ উপায় কী—এই প্রশ্নে হাসতে হাসতে কিয়ারা বলেন, ‘ঘুমের মধ্যে সারায়াহর খিলখিল হাসির শব্দ।’

কিয়ারার এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে কয়েক মাস আগে ঘটে যাওয়া একটি বিতর্কের প্রেক্ষাপটে। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে দীপিকা পাড়ুকোনকে নাকি বাদ দেওয়া হয়েছিল। একই সময়ে তিনি নাগ অশ্বিন পরিচালিত ‘কাল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল থেকেও সরে দাঁড়ান বলে খবর ছড়ায়।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে মা হওয়ার পর দীপিকা পাড়ুকোন নতুন মায়েদের জন্য চলচ্চিত্রশিল্পে আট ঘণ্টা কাজের শিফট চালুর পক্ষে সরব হন। চলতি বছরের অক্টোবরে সিএনবিসি টিভি১৮–কে দেওয়া সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে কথা বলেন তিনি। দীপিকার ভাষায়, ‘শুধু আমি একজন নারী বলেই যদি এটাকে বাড়াবাড়ি মনে হয়, তাহলে সেটাই হোক। কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে ভারতীয় চলচ্চিত্রশিল্পে বহু পুরুষ সুপারস্টার বহু বছর ধরেই দিনে আট ঘণ্টা কাজ করছেন, আর সেটা কখনো শিরোনাম হয়নি।’

দীপিকা আরও বলেন, বহু পুরুষ অভিনেতা বছরের পর বছর সপ্তাহে নির্দিষ্ট কয়েক দিনই কাজ করেন এবং সপ্তাহান্তে কাজ করেন না—যা ইন্ডাস্ট্রিতে খুব পরিচিত বাস্তবতা।

মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে কিয়ারা বলেন, ‘মা হওয়ার পর এক মুহূর্তে আমার মনে হয়েছিল—এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।’ তিনি আরও যোগ করেন, ‘নিজের শরীরকে সব সময় সম্মান করা জরুরি। কাজের জন্য আমি অনেক কিছু করেছি। কিন্তু মা হওয়া জীবনের এক বিশেষ অধ্যায়, এখন সেটাই উপভোগ করছি।’

সবশেষ কিয়ারা আদভানিকে দেখা গেছে ‘ওয়ার ২’ ছবিতে, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। সামনে তিনি অভিনয় করবেন প্যান–ইন্ডিয়ান ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন–আপস’-এ, যেখানে তাঁর সঙ্গে থাকছেন যশ ও নয়নতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর