শিরোনাম
বাবা আমার
—-সুশান্ত কুমার দে
বাবা আমার সোনার নাও
হাল ধরেছে মাও
ইচ্ছে মতো যেথায় যাও
লাগবে খুশি টাও।
সোনার নাইয়ে রঙিন পাল
হাওয়ায় উত্তাল,
মাথার উপর ঘরের চাল
বাবাই চিরকাল।
বাবা মায়ের চড়ে কোল
ফোটে মুখে বোল,
মনটা সদা দোদুল দোল
ফাঁকা মাঠে গোল।
রোদ বৃষ্টিতে পিতা মাতা
যেন সবুজ ছাতা,
দুঃখ কষ্টের জীবন খাতা
বাবা বুলায় মাথা।
আমার বাবা স্বর্গের চূড়ায়
সুখের সীমানায়,
বাবা ছাড়া এই দুনিয়ায়
কোন সুখ নাই।
__________________
সুশান্ত কুমার দে, তালা, সাতক্ষীরা,
বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর