দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষ: নিহত ৪, আহত ২৮
সংবাদদাতা, ফুলবাড়ি(দিনাজপুর):
দিনাজপুর ফুলবাড়ি সড়কের পাঁচবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২৮ জন।
শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পাঁচবাড়ী বাজার চকরামপুর (দইসই) এলাকায় আরিয়ান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের বাসটি পাঁচবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক এবং বাসচালকের সহকারী নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটস্থ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক শিশুসহ আরও একজনের মৃত্যু হয়।
দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন বলেন, ‘বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’