শিরোনাম
রাজারহাটে নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
সংবাদদাতা, রাজারহাট (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাটে মৎস্য সংরক্ষণ আইন ও মৎস্য খাদ্য আইন বাস্তবায়নে ৩৯টি নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন।
রবিবার ৭জুলাই বিকেল ৩টার দিকে জলাশয় থেকে জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেন রাজারহাট উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফুল আলম।
এ সময় রাজারহাট থানা পুলিশসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার ইটাকুড়ির দোলা, বাছরা, চাকির পশার বিলে অভিযান পরিচালনা করে ৩৪ টি চায়না দুয়ারি জাল, ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর