শিরোনাম
শুভেচ্ছা বার্তা:
ছুটি

…নুর ই আল শাহাত চৌধুরী
ছুটি ছুটি আজ আমাদের ছুটি,
সবাই মিলে খেলায় জুটি ।
ক্রিকেট ফুটবল নানান খেলা,
সকাল থেকে বিকেল বেলা।
কেউ ছুটে ক্ষেতের মাঝে,
কেউ ছুটে খেলার মাঝে ।
সারাদিন নানান কাজে
ব্যস্ত থাকে সর্ব লোকে।
কেউ বা বিশ্রাম করে ,
কেউ বা ভ্রমন করে ।
ছুটির দিনে আনন্দ উল্লাস করে,
কেউ বা মনের কবিতা আবৃত্তি করে।
জীবনের জটিলতার কাজের চাপে,
মানুষ অনেক প্রত্যাশা করে ।
নিরাশ ভরা মনের কষ্ট ধুর করে,
নানান আয়োজন ছুটির সময়ে।
বাঁধাধরা জীবনের বাইরের আনন্দ,
ভরে যাক সকলের মনের ছন্দ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর