শিরোনাম
জ্বালা
নুর ই আল শাহাত চৌধুরী
কি বলিব মনের কথা
খুঁজে পাই না ভাষা,
রঙ্গের এই দুনিয়ায়
বাইছা থাকার সয়না জ্বালা ।
আলোয়ার বালুচরে আজ
নাইরে কোন আলো,
সবাইতো আছে সুখে
আমি নাই রে ভালো।
কষ্টের এক পাহাড়
এসে গেছে জমে,
জানিনা আমার জীবনে
কেন এমন হইল রে।
আমার এই জীবনে
ছিল কত আশা,
কেন যে এত খুঁইজা চলি
একটু যেন ভালোবাসা।
নয়ন জুইরা দেখি
কেন এত রঙিন স্বপন
মনের আশা মনে থাকে
হয় না কেন পূরন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর