মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন

ইউপি চেয়ারম্যানদের বিষয়ে যা বললো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা

রিপোর্টারের নাম / ১৩৯ টাইম ভিউ
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) চেয়ারম্যানদের এখনই অপসারণ করা হচ্ছে না। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

সোমবার ১৯আগষ্ট সচিবালয়ে তিনি এ কথা বলেন।-খবর তোলপাড়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ইউনিয়ন পরিষদে এখন হাত দিচ্ছি না। যাচাই-বাছাই করে দেখা যাক সেখানে কার্যক্রম কী রকম আছে, যদি পরবর্তীকালে প্রয়োজন হয় বা প্রয়োজনের তাগিদে কোনো পদক্ষেপ নিতে হয় সেটি নেয়া হবে।

তিনি বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য যে কাগুলো দৈনন্দিন করতে হয় সেগুলো যেন চালু থাকে এবং গ্রামীণ পর্যায়ের উন্নয়ন কার্যক্রম যেন চলমান থাকে সেজন্য প্রথম দিকেই স্থানীয় যারা সরকারি কর্মচারী আছেন, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

হাসান আরিফ বলেন, সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদেও প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, এই সরকার রুটিন সরকার নয়। একটা বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা, সেনা সবার সম্মিলিতভাবে দেশের প্রতিটি জায়গার মানুষের আন্দোলনের ফলে এই সরকার এসেছে। আমরা তাদেরই প্রতিনিধি। ছাত্র-জনতা যে দাবি-দাওয়া কার্যকরের জন্য আমাদের উপর বিশ্বাস রেখেছে সেটার প্রতিনিধি হিসেবে আমরা কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর