শিরোনাম
বন্যা

নুর ই আল শাহাত চৌধুরী
বানের জলে মানুষ ভাসে
ভাসে কত পশু ,
ঘর বাড়ি ভাঙ্গছে
রেহাই পাইনি শিশু ।
হইল শুরু বন্যা
ভাঙ্গল কত গাছপালা,
অসহায় মানুষ ছুটছে
বাড়ল কত জ্বালা।
নদ নদী খাল বিল
সবি গেল ভরে ,
বসত বাড়ি উজার হলো
কত মানুষের প্রাণ গেল চলে ।
রাস্তা ঘাট সবি গেছে তলে
চারিদিকে শুনি হাহাকারি কান্না ,
কদিন থেকে হয়নি খাওয়া
হয়নি কোন রান্না।
জুলাইয়ে দেখলাম রক্তাক্ত বন্যা
কত জীবন গেছে চলে ,
আগস্ট মাসে দেখলাম কান্না
বাদ ভাঙ্গা বন্যার জলে
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর