রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৮ পূর্বাহ্ন
প্রহলাদ মন্ডল সৈকত:
কুড়িগ্রামের রাজারহাটে বিধবা বৃদ্ধার সারাজীবনের সঞ্চয় কেড়ে নিল সন্তানরা। অতিষ্ট হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের করায় বৃহস্পতিবার(১৫জুন) বিকালে থানা পুলিশ ২ছেলে ও ছেলের ২ স্ত্রীকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নে কুমরগঞ্জ গ্রামের ছালেহা বেগমের (৭৪) স্বামী মনতাজ উদ্দিন মারা যাওয়ার পর তার সারা জীবনের সঞ্চয় ১লাখ ৪০হাজার টাকা জোরপূর্বক কেড়ে নিয়ে ঘর থেকে বের করে দেন তারই নিজ ছেলেরা।
বিষয়টি নিয়ে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ বৃহস্পতিবার (১৫জুন) সালেহা বেগমের ছেলে জাবেদ আলী(৫৫), সাদেক আলী(৫০) এবং তাদের স্ত্রী মোসাঃ জেসমিন বেগম(৫০) ও স্বপ্না বেগম(৪৫)কে আটক করে রাজারহাট থানায় নিয়ে আসে। পরে পুলিশ পিতা মাতার ভরণপোষণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেন।
পুলিশ আরো জানায়, বৃদ্ধা মায়ের জমি-জমা যা ছিল সবই তার ৩ছেলে নানা ভাবে নিজের নামে লিখে নেন এবং সর্বশেষ তার সারা জীবনের সঞ্চয় ১ লাখ ৪০হাজার টাকা কেড়ে নিয়ে বাড়ি থেকে বের করে দেন। শুধু তাই নয়, উক্ত মায়ের অভিযোগ, ছেলে ও বৌমারা মিলে করতো নানাবিধ মানসিক ও শারিরীক নির্যাতন।
এব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, পিতামাতার ভরণপোষণ আইন এর আলোকে কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ বৃদ্ধার ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।