রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৪ পূর্বাহ্ন
রমেশ সরকার, শ্রীবরদী (শেরপুর):
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৫, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এ.ডি.এম শহিদুল ইসলাম গণসংযোগ ও পথসভা করেছেন।
শনিবার (২৪ জুন) সন্ধ্যায় কর্ণঝোড়া বাজারে পথচারী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার ভোটারদের সাথে গণসংযোগ করেছেন। গণসংযোগ শেষে পুর্ব বাজার মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন করেছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
এছাড়া, তিনি আরো বলেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি জন্মসুত্রেই আওয়ামী পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকে আমি আওয়ামীলীগের রাজনীতি’র সাথে জড়িত। বর্তমানে আমি শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করছি। এ আসনের সকল শ্রেণির ভোটাররা আমাকে ভালোবাসে। বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে এ আসন থেকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে এ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিব। এসময় কয়েক শতাধিক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।