মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

বগুড়ায় হত্যা মামলায় পিপি কারাগারে

রিপোর্টারের নাম / ৮৯ টাইম ভিউ
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শ্রমিকদল নেতা হত্যা মামলায় বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সরকারী কৌঁসুলি (পিপি) আশিকুর রহমান সুজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আশিকুর রহমান সুজন আওয়ামী আইনজীবি পরিষদের যুগ্ম সম্পাদক।

রোববার সকাল ১২টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এএসএম তাসকিনুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বগুড়ার কোর্ট পুলিশ পরিদর্শক মোছাদ্দেক আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে ৪ অগাস্ট বগুড়া শহরের ঝাউতলা এলাকায় নিহত হয়। নিহত জিল্লুর রহমান গাবতলী পৌর শ্রমিকদলের সহসভাপতি।

ফ্যাসিবাদী সরকার পতনের পর নিহতের স্ত্রী খাদিজা খাতুন বাদী হয়ে গত ২৪ অগাস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৭ জনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় ৫২ নম্বর আসামি ছিল আইনজীবী আশিকুর রহমান সুজন। সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। উচ্চ আদালতের নির্দেশে তিনি নিম্ন-আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।-সম্পাদনায় বগুড়া বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর