শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০২:২০ পূর্বাহ্ন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী ইসলামাবাদে মামলার শুনানিতে হাজির হওয়ার কয়েক ঘণ্টা আগে রহস্যজনকভাবে দুর্নীতিবিরোধী সংস্থা এনএবিকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করেছে দেশটির সরকার।
মঙ্গলবার(৪জুলাই) একটি প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করেছে পাকিস্তান। ওই প্রেসিডেন্ট অধ্যাদেশ বিধানসভাকে ৯০ দিনের মধ্যে আইন হিসেবে অনুমোদন করতে হবে। তবে এ বিষয়ে রয়টার্সের সঙ্গে কথা বলতে রাজি হননি পাকিস্তানের তথ্যমন্ত্রী।-খবর তোলপাড় ।
জিও নিউজের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ইমরান খান এবং তার স্ত্রী ইসলামাবাদে দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোকে (এনএবি) এবং অন্যান্য মামলার শুনানিতে হাজির হওয়ার কয়েক ঘণ্টা আগে ওই অধ্যাদেশ জারি করা হয়। তবে এর মধ্যে ইমরান খান ভোরে ইসলামাবাদের উদ্দেশে লাহোরের বাড়ি ছেড়েছেন বলে জানা গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই প্রেসিডেন্ট অধ্যাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার এবং তদন্তে সহযোগিতা না করলে সন্দেহভাজনদের ৩০ দিন আটক রাখার ক্ষমতা প্রদান করা হয়েছে।