মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

গাবতলীতে ভাই ভাইকে চাকু দিয়ে জবাই করে হত্যা

রিপোর্টারের নাম / ৪৩ টাইম ভিউ
Update : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

২১অক্টোবর বগুড়ার গাবতলীতে আপন জ্যাঠাতো ভাই নাবিল (২০) চাচাতো ভাই মোবাসের (১২) কে কাকু দিয়ে জবাই জবাই করে হত্যা করেছে। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ঘাতক নাবিলকে গ্রেফতার করেছে।

উপজেলা নাড়ুয়ামালা ইউনিয়নের নাড়ুয়ামালা হাট পাশে মুক্তিযোদ্ধার নাতি শফিকের ছেলেকে তার আপন জেঠাতো ভাই সেলিম প্রামাণিকের ছেলে নাবিল সকাল১০টায় ঘরের মধ্যে চাকু দিয়ে জবাই করে। এঘটনা এলাকাবাসী এবং আশেপাশের লোকজন টের পেয়ে হত্যাকারি নাবিলকে আটক করে পুলিশের সপর্দ করেছে। মোবাসেরের লাশ পুলিশ উদ্ধার করে থানা এনেছে। এঘটনায় মামলার পরিস্থিতি চলছে।-সম্পাদনায় বগুড়া বার্তা সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর