শিরোনাম
বাবুইসোনা

বিপুল চন্দ্র রায়
বাবুইসোনা আর কাঁদেনা
ওই দেখ সূর্য মামা।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে
সবাই ফিরে নিজ গৃহে।
সন্ধ্যাবেলা খেলতে মানা
বই পড়বে বাবুইসোনা।
আঁকবে লিখবে হাসবে,
হাট্টিমাটিম টিম পড়বে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর