শিরোনাম
উপজেলা নির্বাচন
…বিধান চন্দ্র দেবনাথ
চলছে এখন স্থানীয় নির্বাচন
উপজেলা তাই গরম,
ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে প্রার্থী
ভুলে গিয়ে লজ্জা শরম।
প্রার্থীরা এখন ঘুরছে মাঠে
বলছে দুটি কথা,
আপনারা যদি পাশে থাকেন
তবেই হবে জেতা।
গ্রামে গ্রামে যাচ্ছেন তাঁরা
করতে নিজের প্রচার,
ভোটারদের মন জয় করা
এখন তাঁদের দরকার।
ভোট দিবেন না যাকে থাকে
প্রতিজ্ঞা হোক তাই,
যোগ্য লোক দেখে শুনে
ভোট টা দিবেন ভাই।
আমার ভোট আমি দিবো
খুজবো যোগ্য লোক,
যাঁদের কাছে জনগণ
পাবেন তাঁদের সুখ।
বিধান চন্দ্র দেবনাথ, জামালগঞ্জ, সুনামগঞ্জ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর