রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

বক্স অফিস টক্করে কোন সিনেমা এগিয়ে?

রিপোর্টারের নাম / ৮৫ টাইম ভিউ
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

ঈদ, পূজা হোক কিংবা জাতীয় দিবস- বলিউডে বেশ জোরদার একটা টক্কর হয়েই থাকে। এবারেও যেন তার ব্যতিক্রম হলো না। শুক্রবার (১ নভেম্বর) দিওয়ালি উৎসবে বলিউডে মুক্তি পেয়েছে বহুল প্রতিক্ষীত হাই বাজেটের দুটি সিনেমা। যার একটি কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া ৩’ এবং অপরটি অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’।

দুই সিনেমারই আগের কিস্তিগুলি ছিল সুপার ডুপার হিট। আর নতুন কিস্তিতে যাকে বলে তারকাদের মেলা। অর্থাৎ, দর্শককে হলে টানার সকল রকম সরঞ্জাম নিয়ে উপস্থিত হয়েছে এই দুই সিনেমা। তবে বক্স অফিসে কার রাজ চলছে সেটাই এখন দেখা বিষয়।-বিনোদন তোলপাড়।

অগ্রিম বুকিংয়ের শুরু থেকেই ব্যবসায়িক দিক থেকে ‘সিংহাম এগেইন’ এর থেকে এগিয়ে ছিল ‘ভুলভুলাইয়া ৩’। তবে ছবি মুক্তির পর দেখা গেল অন্য চিত্র।

বলিউড মুভি রিভিউজ বলছে, বক্স অফিসে মুক্তির প্রথম দিনে ‘সিংহাম এগেইন’ যেখানে ৪৩.৫০ কোটি রুপি আয় করেছে, সেখানে ‘ভুলভুলাইয়া ৩’ এর আয় দাঁড়িয়েছে ৩৫ কোটি রুপি। অর্থাৎ, মুক্তির আগে ‘ভুলভুলাইয়া ৩’ নিয়ে যতটা হইচই ছিল মুক্তির পর বক্স অফিসে তার ছাপ সেভাবে দেখা মিললো না। অপর দিকে অগ্রিম বুকিংয়ে পিছিয়ে থাকলেও বক্স অফিস আয়ে বেশ এগিয়ে অজয় দেবগনের ‘সিংহাম এগেইন’।

তবে নিরাশ হওয়ার কোন বিষয় নেই কেননা চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ দুটি ছবি আয়ের ব্যাপারেই উচ্চ প্রত্যাশা রাখছেন বলেই জানিয়েছেন। তার মতে, ‘দুটি ছবিই দুর্দান্ত’ এবং সামনের দিন গুলোতে দুটি ছবি আয়ই বাড়বে’।

একদিকে ‘ভুলভুলাইয়া ৩’ ছবিটি যখন একটি হরর-কমেডির অভিজ্ঞতা প্রদান করে। তখন ‘সিংহাম এগেইন’ আবার অ্যাকশন-প্যাকড ড্রামা নিয়ে আসে৷ ফলে দর্শকরা দুটি ছবিকেই পছন্দ করছেন এবং আমরা এটাই চাই। যদি দুটি ছবিই ভালো পারফর্ম করতে থাকে, তাহলে এটি নিসন্দেহে বলিউডের জন্য একটা দারুণ ব্যাপার হয়ে থাকবে।’

‘ভুলভুলাইয়া’র প্রথম সিনেমাটি মুক্তি পয়েছে ২০০৭ সালে। তাতে ছিলেন অক্ষয় কুমার, বিদ্যা বালন, শাহিনি আহুজা। এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘ভুলভুলাইয়া ২’। তবে এবার অক্ষয়ের জায়গায় সিনে এন্ট্রি হয় কার্তিকের। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, তৃপ্তি দিমরি সহ বাড়তি চমক হিসেবে ছিলেন মাধুরী দীক্ষিত।

অন্যদিকে রোহিতের কপ ইউনিভার্সের প্রথম সিনেমা ‘সিংহাম’ মুক্তি পেয়েছিল ২০১১ সালে। ‘সিংহাম রিটার্নস’ ২০১৪-তে। দুটোতেই নাম ভূমিকায় অর্থাৎ বাজিরাও সিংহাম চরিত্রে ছিলেন অজয় দেবগন। আর এবার এই কপ ইউনিভার্সে রয়েছে একাধিক বলিউড স্টার। যেই তালিকায় নাম রয়েছে অজয় দেবগন থেকে শুরু করে কারিনা কাপুর, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, রণবীর সিং, দীপিকা পাডুকোন, অর্জুন কাপুরের মত তারকারা।- বলিউড মুভি রিভিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর