৮নভেম্বর প্রেক্ষাগৃহে আহসান সারোয়ার-এর সিনেমা ‘রং ঢং’

আহসান সারোয়ার পরিচালিত সিনেমা ‘রং ঢং’ অনেক দিন ধরে সেন্সর বোর্ডে আটকে থাকার পর মুক্তির অনুমতি পেতে যাচ্ছে । আসছে ৮ই নভেম্বর ছবিটি মুক্তি পাবে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেলার। গত শুক্রবার সন্ধ্যায় মুক্তি দেয়া হয় এ ছবির ট্রেলার।
রহস্য, থ্রিলার ও মুখোশ পরা মানুষদের নিয়েই ছবিটির গল্পের আভাস মিলেছে এতে। পাশাপাশি প্রশংসিত হচ্ছে দর্শকমহলে। এর আগে চলচ্চিত্রটির দু’টি গান ‘বয়স ১৬তে প্রেম’ ও ‘অদ্ভুত প্রেম আমার’ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়ে প্রশংসিত হয়। -খবর তোলপাড়।
চলচ্চিত্রটি সম্পর্কে নির্মাতা বলেন, একাধিক বাধা পেরিয়ে সিনেমাটি ৮ই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এটা আমাদের জন্য স্বস্তির বিষয়। এর জন্য অনেক অপেক্ষা করতে হয়েছে আমাকে। ট্রেলার রিলিজের পর বেশ সাড়া পাচ্ছি । দর্শকদের জানাতে চাই যে, আমার এত বছরের পরিশ্রম শুধু মাত্র আপনাদের জন্য, আপনারা সিনেমা হলে আসুন, সিনেমাটা দেখুন। আমি আশা করছি, আপনারা সিনেমাটি বেশ উপভোগ করবেন।
এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ, লুৎফুর রহমান জর্জ, সেরা যামান, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, ডা. এজাজুল ইসলাম, শবনম পারভীন, প্রাণ রায়, জামিল হোসেন, মাখনুন, সোহেল মণ্ডল, আমিন আজাদ, শামীম হোসেন, অর্ণব খান প্রমুখ।