শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

রাজারহাটে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকেরা, আলু চাষে লক্ষ্যমাত্রা ২৫২০হেক্টর জমিতে

রিপোর্টারের নাম / ৭২ টাইম ভিউ
Update : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

এমএ মন্ডল এটম:

কুড়িগ্রামের রাজারহাটের কৃষকেরা আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন।

মঙ্গলবার (৫নভেম্বর) উপজেলার সদর ইউনিয়নের দুধখাওয়া মন্ডলপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ আলী মন্ডল (এটম) তার নিজস্ব ৪ একর জমিতে সবজির চাহিদা পূরণের জন্য আগাম এস্টারিক্স জাতের আলু লাগানো আরম্ভ করেন।

পূর্ব পরিকল্পনা মোতাবেক আগাম আলু লাগানো লক্ষ্যে তিনি ওই সব জমিতে স্বল্প মেয়াদি জাতের ব্রিধান-৭৫ ও বিনা-১৭ জাতের ধান লাগিয়েছেন।

কৃষক মোহাম্মদ আলী মন্ডল (এটম) বলেন, ২০২০ ও ২০২১ সালে ওইসব জমিতে আলু চাষ করে হিমাগারে রেখে অনেক লোকসান হয়েছিল। তাই গত ২০২২ ও ২০২৩ সালে আগাম এস্টারিক্স জাতের আলু লাগিয়ে ২০-২৫ জানুয়ারীর মধ্যে খোলা বাজারে বিক্রি করে বেশ লাভ হয়েছিল। তাই এ বছরও আগাম আলু চাষ করেন।

একই গ্রামের মোঃ নজরুল ইসলাম মন্ডল ৬০ শতাংশ, শামীম ৯০ শতাংশ, মাসুদ মিয়া ৬০ শতাংশ, শফিয়ার ৫০ শতাংশ এবং মকবুল হোসেন ৮০ শতাংশ জমিতে আগাম আলু চাষ করার জন্য জমি তৈরি করেছেন। বর্তমানে আলুর দাম বেশী হওয়ায় আগাম জাতের আলুতে লাভের আশাও করছেন।

এ ব্যাপারে রাজারহাট উপজেলা কৃষি অধিদপ্তরের উপ-সহকারী কৃষি অফিসার সোহানা খাতুন আলু চাষ বিষয়ক বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান করে আসছে এবং পরবর্তীতে সমায় উপযোগী সকল পরামর্শ প্রদান করবেন বলে আসস্থ করেন।

উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার কৃষিবিদ হৈমন্তী রানী জানান, এ বছর উপজেলায় ২হাজার ৫২০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর