শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৪:০৪ পূর্বাহ্ন

ঐশ্বরিয়া-অভিষেকের মেয়েকে নিয়ে নিমরতের কৌতূহল!

রিপোর্টারের নাম / ২৬ টাইম ভিউ
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

বলিউডের প্রভাবশালী তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন-অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে চলছে জোর জল্পনা-কল্পনা। একসময়ের শীর্ষ অভিনেত্রী ঐশ্বরিয়া, যার রূপে ও গুণে ঘায়েল ছিল লাখো তরুণ-যুবক। এবার সেই সংসার এখন ভাঙনের মুখে। এর মধ্যে শোনা গেল তাদের এই ভাঙনে তৃতীয় নারীর আগমন। আর সেই কেউ নন ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা অভিনেত্রী নিমরত কৌর। ক্রমাগত ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা টানা হচ্ছে। তবে নিমরত একসময় নাকি আরাধ্যাকে নিয়ে বেশ কৌতূহল ছিলেন। মেয়েকে নিয়ে কী প্রশ্ন করেন অভিষেককে?

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্ক নাকি বিবাহবিচ্ছেদের দিকে গড়াচ্ছে! বেশ কিছু দিন ধরে বলিউডে এ জল্পনাই জারি রয়েছে। তাদের মাঝে নাকি আগমন ঘটেছে তৃতীয় ব্যক্তির। সে কারণেই নাকি এই ভাঙন। ‘দসভি’ ছবিতে অভিনয়ের সময় থেকে নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তার পরেই ধীরে ধীরে ঐশ্বরিয়ার সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। অভিনেত্রী নিমরতের কারণেই নাকি বিয়ে ভাঙতে বসেছে অভিষেক-ঐশ্বরিয়ার। সামাজিক মাধ্যমজুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে গুঞ্জন।-বিনোদন তোলপাড়।

এ নিয়ে অভিনেত্রী নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ক্রমাগত ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা টানা হচ্ছে। তবে নিমরত একসময় আরাধ্যাকে নিয়ে বেশ কৌতূহল ছিলেন। ‘দসভি’ ছবির প্রচারের সময় অভিষেকের কাছে আরাধ্যাকে নিয়ে প্রশ্ন করেন নিমরত। তিনি জানতে চান, আরাধ্যার স্কুলের কাজ কে তত্ত্বাবধান করেন? পাশাপাশি নিমরত অভিষেককে বলেন, তুমি নিশ্চয়ই ওকে বিরক্তই করো।

অভিষেক বলেন, মেয়েকে দুই-তিন সপ্তাহ অন্তর হোমওয়ার্ক করান তিনি। তবে এ ব্যাপারে তিনি কৃতজ্ঞ স্ত্রী ঐশ্বরিয়ার কাছে। তিনি বলেন, ঐশ্বরিয়া একজন দুর্দান্ত মা। ও আরাধ্যার যেভাবে দেখাশোনা করে, তা কল্পনা করা যায় না। অসীম ধৈর্য ওর। ঐশ্বরিয়া ছিল বলেই আমি আমার কাজটা করতে পারি বলে জানান এ অভিনেতা।

নিমরতের সঙ্গে অভিষেকের ঘনিষ্ঠতার মাঝেই বি-টাউনে নতুন করে গুঞ্জন— ঐশ্বরিয়া ও অভিষেক নাকি মণিরত্নমের ছবিতে জুটি বাঁধছেন। এ গুঞ্জন নতুন করে তাদের বিচ্ছেদ-জল্পনার মোড় ঘুরিয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর