বিএনপি প্রার্থীর জয়লাভ,পীরগঞ্জে আওয়ামীলীগ ইউ’পি চেয়ারম্যানের ভোট কারচুপির প্রমাণ পেয়েছে আদালত
সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):
পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংশ্লিষ্ট প্রশাসন আওয়ামীলীগ মনোনীত ইউ’পি চেয়ারম্যান প্রার্থীকে বিজয় করতে ভোট গননায় ব্যাপক কারচুপি করেছে। ঠাকুরগাঁও আদালতে রবিবার ভোট গননার চুড়ান্ত ফলাফলে তা প্রমাণ হয়েছে।
জানা গেছে, ওই ইউনিয়নের আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান হিটলার হক ও বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক ইউ’পি চেয়ারম্যান খলিলুর রহমানের মধ্যে নির্বাচনে ব্যাপক প্রতিন্দ্বিতা হয়। নির্বাচনের সাথে সংশ্লিষ্ট প্রশাসন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হিটলার হককে বিজয় করতে ভোট গননায় ব্যাপক কারচুপি করেন। খলিলুর রহমানের সন্দেহ হলে তিনি নির্বাচন ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়ের করেন। রবিবার আদালত নিরপেক্ষ ভাবে দুই প্রার্থীর ভোট গননা করে ৮৮৩ ভোট গননায় কারচুপির প্রমাণ পেয়েছে।
বিএনপি সমর্থিত ইউ’পি চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান হিটলার হকের চেয়ে আনারস প্রতীকে ১২০ ভোট বেশি পাওয়ায় আদালত খলিলুর রহমানের পক্ষে রায় দেন। ওই ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে যেসব ব্যক্তিরা নির্বাচনী দায়িত্ব পালন করেছিলেন তাদেরও খুজে বের করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন এলাকার সুশীল সমাজ ও খলিলুর রহমানের সমর্থকরা।