মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ২২ পদ শূণ্য, চিকিৎসা সেবা ব্যাহত

রিপোর্টারের নাম / ১০২ টাইম ভিউ
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, পীরগঞ্জ( ঠাকুরগাঁও):

পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন ডাক্তারের পদ সহ মোট ৫৩ টি পদ শূণ্য রয়েছে। প্রয়োজনীয় ডাক্তার ও জনবল না থাকায় জনবহুল এ উপজেলার রুগীদের স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালন্টেট (সাজার্রি), গাইনি (এ্যানেসথেসিয়া), চক্ষু, শিশু, অর্থোপেডিক্স, আরএমও, কাডোর্ওলজি সহ ৩২ টি গুরুত্বপূর্ণ পদের পরিবর্তে ১০ জন কর্মরত আছে। চিকিৎসকের ২২ টি গুরুত¦পূর্ণ পদ শূণ্য থাকায় এ উপজেলার রুগীরা সঠিক ভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না বলে শনিবার হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে। ফামার্সিস্ট, সেকমো (নব সৃষ্ট) ইউনিয়ন পযার্য়ে, মেডিকেল টেকনোঃ রোডিওঃ, মেডিকেল টেকনোঃ এসআই সহ তৃতীয় শ্রেণীর ২৫ টি ও চতুর্থ শ্রেণীর ৬টি পদ সহ মোট ৫৩ টি পদ শূণ্য রয়েছে।

এদের মধ্যে প্রথম শ্রেণীর ২২ জন চিকিৎসকের পদ শূণ্য থাকায় এ হাসপাতালে স্বাস্থ্য সেবা অনেকাংশেই ঝিমিয়ে পড়েছে। চিকিৎসকের অভাবে রুগীরা সঠিক ভাবে স্বাস্থ্য সেবা না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়াছে।

এই ব্যাপারে পীরগঞ্জ স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতার্ ডাঃ আব্দুল জব্বার জানান, শূণ্য পদের তালিকা কতৃর্পক্ষের কাছে প্রেরণ করেছি, দ্রুত ডাক্তার পোষ্টিং দেওয়া হলে, সেবার মান আরো বাড়ানো সম্ভব হবে। বিষয়টি এলাকার সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রসাশনের জরুরি হস্তাক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর