শিরোনাম
শুভেচ্ছা বার্তা:
পীরগঞ্জে শিশু কন্যা হত্যা, কিশোর গ্রেফতার

সংবাদদাতা, পীরগঞ্জ( ঠাকুরগাঁও):
পীরগঞ্জ উপজেলার কোষাডাঙ্গীপাড়া এলাকায় ইক্ষুক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এই ব্যাপারে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রিফাত ইসলাম (১৪) কে পুলিশ গ্রেফতার করেছে।
জানা গেছে, ঔই গ্রামের বেলাল হোসেনের শিশু কন্যা লাবন্য (৬) কে রিফাত হত্যা করেছে বলে থানা পুলিশ প্রাথমিক সত্যতা পেয়েছে। এ হত্যাকান্ডের সাথে আরো কেউ জড়িত আছে কিনা পীরগঞ্জ থানা পুলিশ বিষয়টি নিরপেক্ষ ভাবে তদন্ত করছে বলে থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান।
বৃহস্পতিবার রাতে ঔই গ্রামের বসিরের ইক্ষুক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয় এবং শুক্রবার রাতে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর