রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

অনূ্র্ধ-১৯ নারী এশিয়া কাপের দল ঘোষণা

রিপোর্টারের নাম / ৩৫ টাইম ভিউ
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

আগামী ১৫ ডিসেম্বর থেকে মালয়েশিয়ায় অনূর্ধ-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণ প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে। মোট ছয় দলের সমন্বয়ে এই টুর্নামেন্টটি আয়োজিত হচ্ছে। টর্নামেন্টটির জন্য জাতীয় দলের তিন ক্রিকেটারকে নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করল বিসিবি।

সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন দলে রয়েছেন আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিংকি। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় সুমাইয়ার। এ ছাড়া চলতি বছরেই ভারতের বিপক্ষে সিরিজে টি-টোয়েন্টি অভিষেক হয় হাবিবার।-খবর তোলপাড়।

বয়সভিত্তিক এই এশিয়া কাপের দ্বিতীয় দিন তথা ১৬ ডিসেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে আরেক ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই শুরু বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায়।

‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান ও নেপাল। প্রতি গ্রুপ থেকে দুইটি করে দল পাবে সুপার ফোরের টিকেট। পরে সেরা দুই দলকে নিয়ে আগামী ২২ ডিসেম্বর হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কুয়ালালামপুরের বায়োইমাস ক্রিকেট ওভাল মাঠে।

বাংলাদেশ স্কোয়াড

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর