উলিপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় দুইদিন ব্যাপী কর্মশালা

আব্দুল মালেক:
“যত্নে রাখি শিশু ও মা গড়ি আগামীর সম্ভাবনা” এই প্রতিপাদ্য কে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে মা ও শিশু সহায়তা কর্মসূচীর আওতায় দুইদিন ব্যাপি প্রশিক্ষণ গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি, শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যতœ মডিউল-১ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় অডিটোরিয়াম হলরুম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, ইউনিসেফ ও বিশ্ব খাদ্য প্রোগ্রামের সহযোগিতায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সখিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ হারুন অর রশীদ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ জেবুন নেছা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরুল আমিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, ট্রেইনার, প্রশিক্ষণ নিতে আসা উপজেলা স্বাস্থ্য বিভাগের ১০০ জন স্বাস্থ্য সহকারি।