সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১৬ পূর্বাহ্ন
শুভেচ্ছা বার্তা:
আলোকিত রাজারহাট একটি বহুল প্রচারিত প্রিন্ট পত্রিকা। এটি নিয়মিত প্রকাশ হয়ে আসছে। পত্রিকাটির পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আলোকিত রাজারহাট এর ওয়েবসাইট কয়েকদিনের মধ্যে আপনাদের মাঝে উন্মুক্ত হবে। আপনি গর্বিত সাইটটির সঙ্গে থেকে নিয়মিত খবর দেখুন ও পড়ুন। আমরা আপনার সঙ্গেই আছি। ধন্যবাদ।

পীরগঞ্জ পৌরসভায় কাঙ্খিত সেবা পাচ্ছে না জনগণ, ক্ষোভ

রিপোর্টারের নাম / ২৭ টাইম ভিউ
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪


সংবাদদাতা, পীরগঞ্জ(ঠাকুরগাঁও):

পীরগঞ্জ পৌরসভায় ৯টি ওয়ার্ডে প্রায় ৩৫ হাজার মানুষ বসবাস করে। পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের পদ বিলুপ্ত হওয়ার পর থেকেই মানুষ পৌর প্রশাসকের কাছে কাঙ্খিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

সেবার পরিবর্তে সীমাহীন হয়রানি শিকার হওয়ায় পৌরবাসীর মধ্যে প্রচন্ড ক্ষোভের সঞ্চার হয়েছে। পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম তিনি তার দাপ্তরিক কাজের চরম ব্যস্ততার কারনে তিনি পৌর কার্যালয়ে মোটেও সময় দিতে পারেন না। পৌরসভার সকল কর্মকান্ড ও নাগরিক সুবিধার সকল কাগজপত্রে তার স্বাক্ষর বাধ্যতা মূলক প্রয়োজন হলেও তাকে পৌর কার্যালয়ে না পাওয়ার কারনে দিন দিন মানুষের হয়রানি বেড়েই চলছে। পৌর কার্যালয় থেকে মানুষ কাঙ্খিত সেবা পাচ্ছে না।

পৌর কর্মচারীরা পৌরসভার গাড়ী নিয়ে তার কার্যালয়ে গেলেও সেখানেও হয়রানির শেষ নেই। এছাড়া উপজেলার অনেক মানুষ সেবা নিতে গিয়ে তার অফিস কক্ষের বারান্দায় ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও তিনি সময় না দিয়ে অনেক লোককে হয়রানি করে থাকেন। ফলে তার কর্মকান্ডে অন্তবর্তীকালীন ও জনবান্ধব সরকারের ভাবমুর্তী নষ্ট হচ্ছে। এ ব্যাপারে সোমবার উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের মতামত চাওয়ার জন্যে তার কার্যালয়ে ৪ জন সংবাদকর্মী ২ ঘন্টা দাড়িয়ে থেকেও তিনি কোন সময় ও মন্তব্য দেননি।

দুপুর ২টায় অফিস কক্ষ থেকে বেড়িয়ে সংবাদ কর্মীদের দেখা মাত্রই তিনি সটকে পড়েন। বিষয়টি এলাকার সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর