শিরোনাম
রূপের বাংলা

-ফারুক আহম্মেদ জীবন
এই বাংলার শোভা আমার
নয়ন দুটি যে হরে,
বাংলার সবুজ প্রকৃতি যে
মনটা পাগল করে।
মুগ্ধ আমি রূপালী বাংলার
রূপ খানি যে দেখে,
সাধ মেটেনা বাংলার পানে
কভু যে চেয়ে থেকে।
যতই দেখি বাংলার প্রকৃতি
তৃপ্ত হয় মোর মন,
পুষ্প ঘ্রাণে আন্দলিত করে
সবুজে ঘেরা বন।।
নারাংগালী ঝিকরগাছা যশোর বাংলাদেশ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর